মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসতঘরে আগুন লেগে মা-মেয়ে নিহত এবং ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার রাতে রাজনগর সদর ইউনিয়নের ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারের গ্যাস বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে ওয়াছির মিয়ার মেয়ে শাহিনা বেগম (২৪) নিহত হন। পরে বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে স্ত্রী রোকেয়া বেগম (৫৫) মারা যান। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওয়াছির মিয়ার ছেলে মুন্না আজিজকে (২৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক জাগো নিউজকে জানান, ওয়াছির মিয়ার ঘরে ফ্রিজের গ্যাস বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লাগতে পারে। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে। শাহিনার মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রিপন দে/এফএ/আরআইপি