নওগাঁর মান্দায় কালি পূজার একটি মেলায় অতিরিক্ত মদ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও ১০ জন।
নিহতরা হলেন- মলয় সরকার (২৬) ও তাহের আলী (৩০)। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার বাড়ি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে।
স্থানীয়রা জানায়, গত বুধবার পারশিমলা গ্রামে কালিমণ্ডপে পূজা উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এ মেলাকে ঘিরে মদপানের আসর বসে। গ্রামের ওসমান গণির ছেলে আব্দুল মান্নান ওষুধ ব্যবসার আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করেন। মেলায় স্থানীয় ১২-১৩ জন যুবক রাতে অতিরিক্ত মদপান করলে অসুস্থ হয়ে পড়ে।
এদের মধ্যে মলয় সরকার শুক্রবার ভোরে মারা যান। শুক্রবার বিকেলে তাহের আলী অসুস্থ হয়ে পড়লে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যান। এদিকে কুশকান্ত সরকার অসুস্থ হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের চিকিৎসা চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ফতেপুর ও পারশিমলা বাজারের কতিপয় অসাধু ব্যক্তি ওষুধ ব্যবসার আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছেন। থানা থেকে এলাকাটি দূরবর্তী হওয়ায় পুলিশ অভিযান পরিচালনা করে না।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান বলেন, অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
আব্বাস আলী/এএম/আরআইপি