ঝালকাঠিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নাম ভাঙিয়ে মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর ডিপো সুপারের কাছে চাঁদা দাবি মামলার প্রধান আসামি ইয়াসিন ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১৩ দিন পর শহরের পূর্ব চাঁদকাঠির একটি বাসা থেকে তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
সদর থানার ওসি (তদন্ত) আবু তাহের মিয়া জানান, শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুস সত্তার হাওলাদারের একটি তালাবদ্ধ কক্ষে লুকিয়ে ছিলেন ইয়াসিন। গোপন সংবাদের ভিত্তিতে ওই কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতার ইয়াসিন ভূইয়া শহরের ডাক্তারপট্টি এলাকার আব্দুর রশিদ ভূইয়ার ছেলে।
জানা গেছে, গত ২২ এপ্রিল শিল্পমন্ত্রীর নাম ভাঙিয়ে এক পুলিশ কর্মকর্তার সহযোগিতায় ছাত্রদলের সাবেক নেতা ইয়াসিন ভুইয়া ঝালকাঠিতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো সুপারের কাছে চাঁদা দাবি করেন। এ ঘটনায় এসআই বশিরকে পুলিশ ফাঁড়ির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে।
আতিকুর রহমান/এফএ/এমএস