নওগাঁর মহাদেবপুরে হাফিজ আল আসাদ (৩১) নামে এক ইউনিয়ন কৃষকলীগ নেতাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দাস বাজারের কাঞ্চনঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক হাফিজ আল আসাদ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং জিয়োইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাস বাজারে হাফিজ আল আসাদকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে পাঁচ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হবে।
আব্বাস আলী/বিএ