দেশজুড়ে

আন্দোলন করে কোনো লাভ হবে না : আমু

বিএনপিকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের দাবিতে আন্দোলন করে কোনো লাভ হবে না। ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হবে।

শনিবার ‘ডেমোক্রেসি ওয়াচ’ আয়োজিত ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষার শপথবাক্য পাঠ করান শিল্পমন্ত্রী।

আমির হোসেন আমু বলেন, একটি দল নির্বাচন পদ্ধতি পরিবর্তনের লক্ষ্যে মোড়লদের কাছে ধরনা দিচ্ছে। কিন্তু এতে কোনো কাজ হবে না। আমেরিকা, ব্রিটেন ও ভারতের মতো ক্ষমতাসীন সরকারের অধীনে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও ডেমোক্রেসি ওয়াচ’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান প্রমুখ।

মো. আতিকুর রহমান/এএম/জেআইএম