দেশজুড়ে

মাগুরায় পরিবহন ধর্মঘট

মাগুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাস টার্মিনাল এলাকায় দালাল চক্রের সদস্যদের প্রতিহত ও তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে পরিবহণ ধর্মঘট পালন করছেন কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। সোমবার দুপুর এ ধর্মঘট শুরু হয়। এতে মাগুরা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে না যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, সমস্যা সমাধানে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলছে। খুব দ্রুতই সমাধান হবে বলে নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

অপরদিকে শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাবার কথা জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।

মো.আরাফাত হোসেন/আরএ/জেআইএম