দেশজুড়ে

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে।

পরে মাওনা হাইওয়ে থানা, শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, কারখানাতে প্রায় ৫০০ শ্রমিক রয়েছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ কারখানায় কর্তরত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে গড়িমসি করছে। এতে কারও তিন, চার ও পাঁচ মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। গত ২৭ এপ্রিল শ্রমিকদের বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার বকেয়া বেতন ভাতার দেয়ার তারিখ ঘোষণা করলেও সারাদিন বসিয়ে রেখে তা পরিশোধ করা হয়নি।

এ ব্যাপারে গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য কারখানায় গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে। কারখানায় দায়িত্বশীল কোনো কর্মকর্তা নেই বলে জানান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

মাওনা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হরিদাস জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিই। কিছুক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। পরে স্বাভাবিক হয়।

এএম/এমএস