ফরিদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করেছে র্যাব। এসময় গাঁজা চাষি রফিক বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ডোমরাকান্দি গ্রাম থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয় ।
র্যাব-৮ সূত্র জানায়, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার ভোরে ডোমরাকান্দি গ্রামে অভিযান চালিয়ে রফিক বিশ্বাসের বাড়ির পাশ থেকে দুই কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করে। এসময় রফিক বিশ্বাসকে আটক করা হয়।
ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডোমরাকান্দি গ্রামে ভোর রাতে অভিযান চালিয়ে দুই কেজি ওজনের গাঁজা গাছটি উদ্ধার করা হয়। লোকচক্ষুর অন্তরালে ডোমরাকান্দি গ্রামে বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজা চাষ করে আসছিল রফিক বিশ্বাস।
রইছ উদ্দিন জানান, উদ্ধারকৃত গাঁজা গাছসহ গ্রেফতারকৃতকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদক মামলা হয়েছে।
বি কে সিকদার সজল/আরএ/পিআর