দেশজুড়ে

ব্যবহারিক পরীক্ষার নামে বাণিজ্যের অভিযোগ!

টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এইচএসসি পরীক্ষার পর বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে। এ সুযোগে ব্যবহারিক পরীক্ষায় উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকার অধিক আদায় করা হচ্ছে। টাকা আদায়ের বিষয়টি স্বীকার করছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, গত শনিবার থেকে উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় শুরু হয়েছে। ৪টি বিষয়ের ওপর ব্যবহারিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। ওই ভেন্যুতে শমসের ফকির কলেজ ছাড়াও কালিহাতী উপজেলার হাতিয়া কলেজের শিক্ষার্থীরা রয়েছে। এ দিকে শনিবার ৫০০ টাকা না দেয়ায় হাতিয়া কলেজের ১৫ জন পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এর আগে টাকা লেনদেন নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজ ত্যাগ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক পরীক্ষা দিতে রুমে প্রবেশের আগেই টাকা আদায় করছে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। কারো কাছ থেকে ৫০০ আবার কারো কাছে ৬০০- ৭০০ টাকা পর্যন্ত আদায় করছে। যারা টাকা দিতে পারেনি তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

টাকা আদায়ের বিষয়ে স্বীকার করে নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুছ ছাত্তার জানান, ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে বিষয় ভিত্তিক একশ টাকা করে আদায় করা হচ্ছে। এই টাকা থেকে প্রতি বিষয়ের জন্য বোর্ডে ৫০ টাকা এবং বাকি টাকা কলেজের আসবাবপত্র, আপ্যায়নের জন্য ব্যয় করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএ/এমএস