মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আমতলী গ্রাম থেকে ৩ মাদক সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এ দণ্ডা আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলের- টংগিবাড়ী উপজেলার মৃত-সামসুল শেখের ছেলে আরিফ হালদার(৩৪), আবজাল হালদারের ছেলে শাহিন হালদার (২৪) ও মৃত গিয়াসউদ্দিনের ছেলে রাজন সিকদার।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদৌস হাসান জানান, আটককৃতরা সবাই মাদকসেবী। এদের টংগিবাড়ীর আমতলী এলাকা থেকে মাদকসেবনের সরঞ্জামসহ আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দেন।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএ/পিআর