দেশজুড়ে

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে অস্ত্রসহ আটক ২

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন সুবর্ণসাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল হোসেন বাবু (৩৬) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাপ্পী (৩৩)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে সুবর্ণসাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল হোসেন ওরফে বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় বাবু ও বাপ্পীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের কাছে মাদক রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এমএস