অর্থনীতি

ডিএসইতে মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে দুই হাজার কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল ৩ লাখ ৩৯ হাজার ১২ কোটি ৪৮ লাখ ৫১ হাজার ৭৪৩ টাকা এবং শেষ কার্যদিবসে বৃহস্পতিবার বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ৩৭ হাজার ৫ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ১৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন হারিয়েছে ২ হাজার ৬ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৭২৭ টাকা বা শূন্য দশমিক ৫৯ শতাংশ।এদিকে গত সপ্তাহে শেয়ারবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে তিনদিন দর বেড়েছে আর বাকি দুইদিন দরপতন হয়েছে। সপ্তাহ শেষে ডিএসইতে কমেছে সব ধরণের সূচক তবে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। দরপতন হয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৮৩ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৯০২ টাকার। আগের সপ্তাহের চেয়ে এক হাজার ৩৬১ কোটি ৫৭ লাখ ৫১ হাজার ৫৭৮ টাকা বা ৬৭ দশমিক ৩৫ শতাংশ কম। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ২ হাজার ২১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৩২৪ টাকা।সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ। ডিএস ৩০ সূচক কমেছে ৪ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৫ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ।গত সপ্তাহে কমেছে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।এসআই/এসকেডি/এমএস