জাতীয়

কর্মজীবী তরুণীকে গণধর্ষণ : অভিযোগ স্বীকার আসামীদের

রজধানীর উত্তরায় কর্মজীবী তরুণীকে গণধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন পুলিশের হাতে আটক মো. বাবু(২২) ও আসলাম (২১)। শুক্রবার রাতে ঢাকার পৃথক দুই স্থান থেকে আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা অভিযোগ কথা স্বীকার করেছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছন। ওসি আলী হোসেন জাগো নিউজকে বলেন,  ধর্ষণের এ ঘটনায় চারজন জড়িত ছিল বলে আমরা অভিযোগ পেয়েছি। এরমধ্যে দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। আর একজনকে র‌্যাব-১ গ্রেফতার করেছে। বাকি এক আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। পুলিশের হাতে গ্রেফতারকৃত দুজনই ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার  কথা স্বীকার করেছেন। তাদের আজ(শনিবার) দুপুরে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমরা ঢামেক ফরেনসিক বিভাগের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে পেলে সিদ্ধান্ত নেয়া সহজ হবে। জানা যাবে ধর্ষণের ঘটনা কয়জন ও কারা কারা জড়িত ছিলেন।উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরায় ধর্ষণের শিকার হন এক কর্মজীবী তরুণী। তিনি ‍উত্তরা আজমপুরে একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। জেইউ/এএইচ/এমএস