শিক্ষার্থীদের মাদকের দিকে অগ্রসর না হয়ে শিক্ষা ও খেলাধুলার প্রতি মনোনিবেশের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন শিক্ষার হার ছিল ৪৭ ভাগ। এখন সেটা ৮১ ভাগে উন্নীত হয়েছে। এটা বাংলাদেশের জন্য গৌরবের।
শনিবার দুপুরে ঝালাকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে গরিব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও দুস্থদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, টাকা-পয়সার অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, এ জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হচ্ছে। গরিব শিক্ষার্থীদের জন্য সরকার বৃত্তি প্রদান করছে। বর্তমান সরকার গ্রাম পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব করে দিচ্ছে। ডিজিটাল মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়া হচ্ছে। যাতে প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সন্তানরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফুন্নেছা খানম।
মো. আতিকুর রহমান/এএম/আরআইপি