দেশজুড়ে

ঝালকাঠি যুবদলের পদবঞ্চিতদের আল্টিমেটাম

ঝালকাঠি জেলা যুবদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্তির আল্টিমেটাম দিয়েছে তারা।

সোমবার দুপুর ২টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবে এবং দুপুর ১২টায় জেলা সাংবাদিক সংস্থা কার্যালয়ে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেয় তারা।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা যুবদল সভাপতি শওকত হোসেন খোকন মল্লিক, সাধারণ সম্পাদক আনিচুর রহমান পান্নু, শহর আহ্বায়ক মিজানুর রহমান ফরাজি, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদল ও নলছিটি উপজেলা সভাপতি মাসুম শরীফ প্রমুখ।

এ সময় তারা বলেন, কাউন্টারের টিকিট মাস্টার আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশে চলা হত্যা মামলার আসামিদের নতুন কমিটিতে পদ দেয়া হয়েছে।

পক্ষান্তরে রাজনৈতিক ১২টি মামলার আসামি যুবদলের সাধারণ সম্পাদক (সদ্য বিদায়ী) শামীম তালুকদারসহ ত্যাগী নেতাদের বাদ দিয়ে ৫ সদস্য বিশিষ্ট পকেট কমিটি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ কমিটি বিলুপ্ত করা না হলে গণপদত্যাগ করা হবে। সেই সঙ্গে সংবাদ সম্মেলন শেষে পদবঞ্চিতরা জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।

ফায়ার সার্ভিস মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, অফিসের পুরাতন দুটি ভবনে তালা ঝুলছে। ভেতরে নতুন একটি তালা দেয়া রয়েছে।

তবে ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু বলেন, আমাদের অফিসের তালাই সামনে দেয়া আছে। কেউ কোনো তালা দেয়নি। তালা দিলে সামনে ডাবল তালা দেয়া থাকতো।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, আমাদের অফিসে যদি কেউ তালা দেয় তাহলে তালা সামনেই থাকবে। চোরের মতো একটা গুজব ছড়িয়ে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদলের পরিচয় দিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার ঝালকাঠিসহ ৩০টি জেলায় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

মো. আতিকুর রহমান/এএম/আরআইপি