দেশজুড়ে

ঝালকাঠিতে সেই নির্বাচন কর্মকর্তাসহ চারজনের নামে মামলা

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসারসহ চারজনের বিরুদ্ধে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. রিয়াজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়ন্তী রানী চক্রবর্তী, ডাটা এন্ট্রি অপারেটর রেজাউল জমাদ্দার, এমএলএসএস মজিবর রহমান ও কাঁঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ৫ জুলাই তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

এর আগে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কাঁঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে নাগরিকদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত তারিখ ছিল ১০ মে থেকে ১২ মে। উপজেলায় স্মার্ট কাড তৈরি হয়েছে ৭৫ হাজার ৩২১ জনের। বিতরণ করা হয়েছে ৫৯ হাজার।

যারা নতুন কার্ড নিতে এসেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ২৩০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া যাদের পুরোনো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের কাছ থেকে ৩৪৫ টাকা করে আদায় করা হলেও অনেককে কার্ড দেয়া হয়নি। এভাবে স্মার্ট কার্ড বিতরণের নামে উপজেলাবাসীর কাছ থেকে উল্লিখিত চারজন প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।

আতিকুর রহমান/এফএ/জেআইএম