দেশজুড়ে

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ-আরএফএল গ্রুপের কর্মচারী মো. মাসুদ রানা তাইজুল (৩০) মারা গেছেন। এ ঘটনায় আহত তার সহযোগী মাহফুজুল রহমান (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদ রানা তাইজুল সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় আরএফএল’র সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার পিরগাছা থানার মহিশমুরি গ্রামের কাদের মিয়ার ছেলে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আরএফএল কর্মচারী মাসুদ রানা ও তার সহযোগী মাহফুজুল রহমান মোটরসাইকেলে করে সীতাকুণ্ড থেকে শহরে আসছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো- ট ১১-৬৭১১) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ মারা যান।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুল আলম জাগো নিউজকে বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক নুরউদ্দিনকে আটক করা হয়েছে।’ তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। আবু আজাদ/জেএইচ/আরআইপি