দেশজুড়ে

এসডিজি বাস্তবায়নে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সরকার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমাদের সরকার জনকল্যাণমুখী সরকার। এসডিজি বাস্তবায়নে দেশকে উন্নত ও মধ্যমআয়ের দেশে উন্নীত করতে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সরকার। এর প্রমাণ হতদরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

রোববার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলানায়তনে নলছিটি মডেল সোসাইটির উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হতদরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। উন্নয়নমূলক কাজ করে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আগামীতেও এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।

স্থানীয় এনজিও এনএমএস’র চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপত্বিতে এতে স্বাগত বক্তব্য রাখেন- নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ১৮ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এরপর স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ ও নলছিটি পৌরসভায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

মো. আতিকুর রহমান/এএম/পিআর