চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দি থাকা ফরিদ আহমেদ (৩০) নামে এক যুবক অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
ফরিদ চট্টগ্রামের পটিয়ার পূর্ব বারাইয়ের মৃত জাকির আহমদের ছেলে।
কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির জাগো নিউজকে জানান, মঙ্গলবার ভোরে ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মাদক মামলায় গ্রেফতার হয়ে গত বছর ফরিদ কারাগারে আসেন। ফরিদের হার্টের সমস্যা ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আবু আজাদ/জেএইচ/পিআর