দেশজুড়ে

লক্ষ্মীপুরে ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে জেলেদের ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলারে) জলদস্যুদের হামলার দুইদিন পর সাইদুল হাওলাদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুল বরিশালের হিজলা চর মেনুমিয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার সকালে উপজেলার রামগতি খাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২১ জুন) রাতে নদীতে মাছ ধরতে গেলে বরিশাল ও লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এতে নিহত সাইদুলসহ দুই জেলে নিখোঁজ হন। নিখোঁজ অপর জেলে নাম আবুল কালাম মাল। তিনি বরিশালের হিজলা চর মেনুমিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী মালের ছেলে।

একই হামলার শিকার জেলে বেলাল ও কবির জানান, বৃহস্পতিবার রাতে নদীতে মাছ ধরতে গেলে বরিশাল ও লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকায় তাদের ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় তারাসহ ট্রলারে থাকা ৭ জেলেকে মারধর করে নদীতে ফেলে দিয়ে দস্যুরা ট্রলার, জাল ও মাছসহ মালামাল লুট করে নিয়ে যায়। ৭ জেলের মধ্যে ৫ জন তীরে উঠতে পারলেও দুইজনের খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে রামগতি খাল পাড়ে নিখোঁজ জেলে সাইদুল হাওলাদালের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই ঘটনায় আবুল কালাম মাল নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

কাজল কায়েস/আরএ/জেআইএম