চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাত ১টার দিকে সদর উপজেলার চটিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের মো. বিশারদ আলীর ছেলে মো. হারুনর রশিদ (৪৮), চাকলা গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে আব্দুর রহমান (৫৬) ও কয়লাদিয়াড় গ্রামের শামসুদ্দীনের ছেলে গোলাম আজম (৩৯)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৫ মে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেফতার করে র্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চটিগ্রাম এলাকার একটি পিয়ারা বাগান থেকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সক্রিয় সদস্য হারুন, আব্দুর রহমান ও আজমকে আটক করে র্যাব। এ সময় তাদে কাছ থেকে ৪টি জিহাদি বই, ২টি জিহাদি ম্যাগাজিন, মোবাইল সেট, সিম কার্ড, ২টি টর্চলাইট, ২টি গ্যাস লাইটার, ২টি মোমবাতি, সিগারেটসহ ২টি প্যাকেট উদ্ধার করা হয়।
আটকরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
মো.আব্দুল্লাহ/এএম/আরএ/জেআইএম