দেশজুড়ে

গোয়ালন্দে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে জিসাদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জিসাদ আলী দৌলতদিয়া ইউনিয়নের নতুনপাড়া লঞ্চঘাট এলাকার ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে দৌলতদিয়া নতুনপাড়া লঞ্চঘাট এলাকার নদীর পাড়ে খেলার সময় জিসাদ হঠাৎ নদীতে পড়ে যায়। নদীর তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে শিশুটি গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম