দেশজুড়ে

নজরুল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি

শরীয়তপুরে গোসাইরহাট উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক এবং নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নজরুল মুন্সীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও নাগেরপাড়া ইউনিয়নের জনগণ।

রোববার দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যায়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা নজরুল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা ও শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানায়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে নিহত নজরুলের স্ত্রী নাহার বেগম বলেন, আব্দুল মন্নান মুন্সী, এমরান সারেং, মজিবর সারেং, মোশারফ সারেং, হানিফ সরদার মিন্টু , ছালাম সরদার, আবুল সরদার জামাল সারেং, দেলোয়ার সারেং, মাসুদ সরদার, পাবেল সরদার, রিপন বালীগং আমার স্বামীকে হত্যা করেছে। এ সময় আসামিদের গ্রেফতার করে ফাঁসি দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ২০১৭ সালের ৩০ নভেম্বর নুরুল ইসলাম নজরুল মুন্সী প্রতিবেশিদের সঙ্গে নাগেরপাড়া বাজার থেকে অটোবাইকে করে বাড়ি যাওয়ার সময় ভদ্রচাপ গ্রামের নয়াবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে শত্রুরা দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে নজরুলকে হত্যা করে। পরে গত ২০১৭ সালের ১ ডিসেম্বর নুরুল ইসলামের মা মোসাম্মৎ তাহমিনা বেগম বাদী হয়ে আব্দুল মন্নান মুন্সী, জামাল সারেং, দেলোয়ার সারেংসহ ২৪ জনকে আসামি করে গোসাইরহাট থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় জামাল সারেং ও রুবেল সরদারকে গ্রেফতার করা হয়। আর বাকি আসামিগণ কিছু জামিনে আর সাতজন মূল আসামি পালাতক রয়েছেন।

মো.ছগির হোসেন/আরএ/পিআর