দেশজুড়ে

সুন্দরবনে অস্ত্র ও হরিণসহ দুই শিকারি আটক

সুন্দরবনে সাতক্ষীরার শ্যামনগর রেঞ্জে দুই হরিণ শিকারিকে আটক করেছে পুলিশ। এ সময় দুইটি অস্ত্র ও তিনটি হরিণ জব্দ করা হয়েছে।

সোমবার ভোরে সুন্দরবনের চুনকুড়ি নদীর শুকদিয়া খাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শ্যামনগর উপজেলার পাকাখালি গ্রামের আমজাদ আলীর ছেলে হাবিবুল্লাহ (৪০) ও একই উপজেলার কদমতলা গ্রামের ঈমান আলীর ছেলে মঞ্জু আলী (৪০)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চুনকুড়ি নদী সংলগ্ন শুকদিয়া খালে অভিযান চালিয়ে দুই হরিণ শিকারিকে আটক করা হয়েছে। এ সময় দু’টি অস্ত্র ও তিনটি হরিণ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি