দেশজুড়ে

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মত্যু হয়েছে। বুধবার দুপুর একটার দিকে তালা সদরের খড়েরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মোড়ল (৩) খড়েরডাঙ্গা গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম সরদার জানান, ইয়াছিন বাড়িতে খেলা করছিল। সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ১০-১৫ মিনিট পর ইয়াছিনকে পুকুরের মধ্যে খুঁজে পাওয়া যায়। তাৎক্ষণিক উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনাটি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম