সাতক্ষীরার তালা উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় আকরাম নিকারী (২৪) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আকরাম নিকারী তালা সদরের জেয়ালানলতা গ্রামের হাফিজুল নিকারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা সদর ইউপির আটারই গ্রামের জে এন এন দাখিল মাদরাসার ছাত্রীকে যাতায়াতের সময় আকরাম নিকারী প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল। সকালে মাদরাসায় যাওয়ার সময় বখাটে আকরাম নিকারী ওই ছাত্রীকে ও লাঞ্চিত করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলেই তারা বখাটে আকরামকে মাদরাসা প্রাঙ্গণে বেঁধে রাখে।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের পর বখাটে যুবক আকরাম নিকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
আকরামুল ইসলাম/আরএ/পিআর