জনপ্রশাসন পদক ২০১৮ এর জন্য নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জনবান্ধব জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। তিনি ছাড়াও এ বছর জনপ্রশাসন পদকের জন্য দেশের অারও তিনজন জেলা প্রশাসককে নির্বাচিত করা হয়েছে।
আগামী সোমবার (২৩ জুলাই) ঢাকায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি এই পদক গ্রহণ করবেন বলে টাঙ্গাইল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মে টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন খান মো. নুরুল আমিন। যোগদানের পরই তিনি টাঙ্গাইলকে স্কাউট জেলা হিসেবে গড়ে তোলার তৎপরতা শুরু করেন।
এ তৎপরতায় ঘোষণা অনুসারে আগামী বছরের মার্চেই টাঙ্গাইল স্কাউট জেলায় উন্নীত হবে। এ জেলায় যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
আরিফ উর রহমান টগর/বিএ