দেশজুড়ে

রাজনীতি মানে মিছিল আর স্লোগান নয়

রাজনীতি মানে শুধু মিছিল আর  স্লোগান নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মোকতাদির চৌধুরী বলেন, রাজনীতি মানে মিছিল-মিটিং আর রাজপথে স্লোগান দেয়া নয়। রাজনীতি করতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সম্পর্কে জানতে হবে। দেশের জন্য তিনি কি ত্যাগ করেছেন, ঘাতকরা কি উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তা জানতে হবে।জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর