দেশজুড়ে

৮ ফুট লম্বা মাছ

ঝিনাইদহের কোটচাঁদপুরে দেখা মিলল বিরল প্রজাতির ৮ ফুট লম্বা এবং ৮২ কেজি ওজনের দুটি গোলপাতা সামুদ্রিক মাছের। উপজেলা শহরে বড় মাছ বাজারের ‘সততা ফিস’ নামের মাছের আড়তে এ মাছ দেখা যায়।

শনিবার সকাল থেকে মাছ দুটি দেখতে উৎসুক দর্শনার্থীরা ভিড় করতে থাকেন মাছের আড়তে। প্রতি কেজি মাছ সাড়ে ৩০০ টাকা দরে বিক্রি করা হয় বলে জানান মাছ ব্যবসায়ীরা।

সততা ফিস আড়তের মালিক শেখ সজীব হোসেন বলেন, কক্সবাজার থেকে মহাজনরা মাছ দুটি আমার আড়তে পাঠান। বড় গোলপাতার মতো এই মাছের দুটি ডানা থাকায় এর নাম হয়েছে গোলপাতা মাছ। ব্যবসায়ী আনোয়ার হোসেন আড়াইশ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকার মাছ কেনেন। সামুদ্রিক এই গোলপাতা মাছ খেতে অনেক সুস্বাদু।

এ ধরনের সামুদ্রিক ও বড় জাতের মাছ এই বাজারে প্রথম আসায় উৎসুক মানুষ ভিড় করেছে বলে জানায় কোটচাঁদপুর মাছ ব্যবসায়ী সমিতি।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি