রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক জোন গ্রিন সিটি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন ওয়েল্ডিং মিস্ত্রী মো. হাসান (২৪)।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকার মোহাম্মদপুর কলেজ গেট আবাসিক এলাকায় বলে জানা গেছে। তার বাবার নাম আবুল হোসেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহিম জাগো নিউজকে বলেন, সাহাপুর ইউনিয়নের নতুন হাট মোড় এলাকা থেকে গুরুত্বর আহত শ্রমিক হাসানকে হাসপাতালে নিয়ে আসা হলেও প্রায় এক ঘণ্টা আগে তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী মো. রনি আলম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির নির্মাণাধীন ২০ তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান হাসান।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রূপপুর প্রকল্পের ইনচার্জ রুহুল আমিনও মিস্ত্রি হাসান কাজ করতে গিয়ে পড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরের খবর আমার জানা নেই।
আলাউদ্দিন আহমেদ/এমএএস/এমএস