দেশজুড়ে

মোটরসাইকেল-রিকশাকে চাপা দিলো গাঁজাভর্তি প্রাইভেটকার

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল ও রিকশাকে চাপা দিয়ে পালানোর সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে বগুড়ার শেরপুুর উপজেলায় এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালানোর সময় একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করে পুলিশ।

এ সময় সামনে পুলিশের চেকপোস্ট দেখে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি আটোরিকশাকে চাপা দেয় প্রাইভেটকারটি। এ ঘটনায় তিনজন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ও অন্যরা পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারটি আটক করে পুলিশ। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৫০টি প্যাকেটে থাকা ১০০ কেজি গাঁজা উদ্ধার হয়।

সদর থানা পুলিশের এসআই সুশান্ত কুমার সাহা বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই রাম জীবন ভৌমিক বাদী হয়ে চালকসহ তিনজনকে অজ্ঞাত আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লিমন বাসার/এএম/আরআইপি