দেশজুড়ে

আখাউড়া রেলওয়ে জংশনে অজ্ঞাত মরদেহ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মের পাশ থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বলে জানিয়েছে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, সন্ধ্যায় প্ল্যাটফর্মের পাশে যাত্রীরা অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম