এবার স্কুলে শতভাগ শিক্ষার্থী অনুপস্থিতের ঘটনা সরেজমিনে পরিদর্শন করলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.উসমান গনি। স্কুল চলাকালীন সময়ে উপজেলার ঐতিহ্যবাহী বেণীপুর মাধ্যমিক বিদ্যালয় ও মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণি কক্ষে কোনো শিক্ষক-শিক্ষার্থীকেই দেখা যায়নি।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুল চলাকালীন আকস্মিকভাবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার মান ও পরিবেশ আশানুরূপ না হওয়ায় তিনি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন।
এ বিষয়ে ইউএনও মো. উসমান গনি জানান, বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকল শ্রেণিতে শিক্ষার্থী উপস্থিতির হার খুবই কম ছিল। এর মধ্যে ১০ম শ্রেণির ১৬২ জন শিক্ষার্থীর মধ্যে কেউই উপস্থিত ছিল না। অপরদিকে মরিয়ম নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও ১০ম শ্রেণির কোনো শিক্ষার্থীকে ক্লাস রুমে পাওয়া যায়নি। দীর্ঘদিন ক্লাস কার্যক্রম না থাকায় শ্রেণি কক্ষ অপরিচ্ছন্ন ও গুমোট অন্ধকার দেখা যায়। এছাড়াও কাঁচেরকোল ফাজিল মাদরাসায় শিক্ষার্থী উপস্থিতি কম ও শিক্ষার মান নাজুক থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
স্কুল চলাকালীন কাঁচেরকোল বাজারের বেশ কয়েকটি চায়ের দোকানে ছাত্রদের কেরাম বোর্ড খেলতে দেখে হতাশা প্রকাশ করেন তিনি। পরে তাৎক্ষণিক চায়ের দোকানী মাহফুজ ও রাসেলের দোকান থেকে ৪টি কেরাম বোর্ড জব্দ করে ওই বাজারের সকল দোকানে কেরাম বোর্ড খেলা বন্ধ রাখার ঘোষণা দেন।
এ সময় ইউএনও উসমান গনি এসকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আহমেদ নাসিম আনসারী/আরএ/আরআইপি