ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রহমাতুল্লাহ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহমাতুল্লাহ আব্দুর রউফ ডিগ্রি কলেজের ছাত্র। সে ঝিনাইদহ সদর উপজেলার মাগুরা পাড়া গ্রামের শাহজাহানের ছেলে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের অপারেশন ওসি এমদাদুল হক জানান, রাতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা (ত্রিমহনী) নামক স্থানে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে ধাক্কা লাগে রহমাতুল্লাহর। এতে তার মাথার ডান পাশে ট্রাকের অ্যাঙ্গেল ঢুকে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস