পটুয়াখালীতে ডলার প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে মেডিকেল কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সেন্টু মিয়া (৩৫), মো. রুহুল আমিন ওরফে মিন্ট মিয়া (২৯) ও মো. ফারুক মিয়া (২০)। র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. হাছান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল, এক হাজার ৫০০ জাল টাকা, দুই বান্ডিল ১০০ সৌদি রিয়ালসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস