বরগুনায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে বরগুনা-বেতাগী সড়কের কাজিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আজিজ সিকদার (৬৫) ও হানিফ আকন। নিহতদের মধ্যে আজিজ সিকদার ঘটনাস্থলেই এবং হানিফ আকন চিকিৎসাধীন অবস্থায় বেতাগী হাসপাতালে মারা যান।
আহত মোটরসাইকেল চালক লিটন আকনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় ঘাতক বাস এবং বাসের চালক মিন্টুকে আটক sকরেছে পুলিশ।
প্রতক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে বেতাগীগামী সত্তার পরিবহনের একটি বাস বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোরটসাকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আজিজ সিকদার নিহত হন। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে বেতাগী উপজেলা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হানিফ আকন।
এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীর বলেন, বাসচাপায় নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনালের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস এবং বাসের চালককে আটক করা হয়েছে।
সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/আরআইপি