দিনাজপুরের ফুলবাড়ীতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হবে। ইজতেমা সফল করতে রাত-দিন মাঠের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাবলিগ জামাতের মুরুব্বিরা।
৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাহ মাঠে এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, মাঠের ছাউনি দেয়া হয়েছে। আশপাশের এলাকায় তৈরি হচ্ছে অস্থায়ী দোকান পাঠ। তাবলিগের মুরুব্বিরা এখন অস্থায়ী টয়লেট তৈরির কাজে ব্যস্ত। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে। ফুলবাড়ী শহরের মানুষের নজর এখন ইজতেমা মাঠ ঘিরে। ইজতেমা মাঠে জনপ্রতিনিধিদেরও আসা-যাওয়া করতে দেখা গেছে। ইজতেমা ঘিরে তাবলিগের মুরুব্বিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আসা-যাওয়ায় মুখরিত হয়ে উঠেছে ভিমলপুরের ঈদগাহ মাঠ।
ফুলবাড়ী উপজেলা তাবলিগ জামাতের আমির আলহাজ মো. আফতাব উদ্দিন বলেন, তাবলিগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ বছর দিনাজপুরের ইজতেমা ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হবে। আগামী ৬ সেপ্টেম্বর আমবয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হবে। দিনাজপুর জেলা ইজতেমার আমির আলহাজ মেহেরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যর একটি আয়োজক কমিটি ইজতেমার সব কাজ ইতোমধ্যে সম্পূর্ণ করেছেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য সহকারী অধ্যাপক শেখ সাবীর আলী বলেন, ইজতেমায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের সব স্থান থেকে তাবলিগের সাথী ভাইরা অংশগ্রহণ করবেন। এতে প্রায় ১ লাখ তাবলিগের সাথীসহ প্রায় ৩ লাখ মুসুল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
ফুলবাড়ী থানা পুলিশের ওসি শেখ নাসিম হাবিব বলেন, ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষার্থে দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম