দেশজুড়ে

ঠাকুরগাঁও পুলিশ সুপারের প্রত্যাহার দাবি বিএনপির

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ ক্ষমতার অপব্যবহার করে নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার শুরু করেছেন বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে জেলা বিএনপি।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আনিসুল হক মিলনায়তনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে এসব অভিযোগ তোলে পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীর ওপর নির্যাতন, অত্যাচার, মামলা-হামলা, গ্রেফতার করে আসন্ন নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। এতে পুলিশি গ্রেফতারের ভয়ে বিএনপি নেতাকর্মীরা গৃহহীন হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলে মাইক বন্ধ করে প্যান্ডেল ভেঙে দেয়া হয়। ওই দিন বেগুনবাড়ি ইউনিয়নের চারজনকে বাড়ি থেকে গ্রেফতার করে ১০৫ জনের নামে মিথ্যা মামলা দেয় পুলিশ। গত কয়েক দিনে ঠাকুরগাঁওয়ে ১০ জনকে গ্রেফতার করে প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপি পুলিশ প্রশাসনের দেয়া মিথ্যা মামলা ও সরকারের কাছে পুলিশ সুপারের প্রত্যাহরের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রাণীংশকৈল উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর প্রমুখ। পরে জেলা প্রশাসকের কাছে পুলিশ সুপারের প্রত্যাহরের দাবিতে স্মারকলিপি দেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

রবিউল এহসান রিপন/এএম/এমএস