গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে ট্রাকের ধাক্কায় সোহান মিয়া (২৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান কামারদহ ইউনিয়নের বেতগারা গ্রামের মানিক পাঠানের ছেলে ও ফাঁসিতলা এলাকার একরামুল হক আইডিয়াল অ্যান্ড কম্পিউটার বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক ফাঁসিতলা বাজার এলাকায় সোহানের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সড়কে অবস্থান নিয়ে ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের লোকজন এলে মামলা দায়ের করা হবে।
রওশন আলম পাপুল/আরএ/জেআইএম