দেশজুড়ে

কক্সবাজারে ২ বাসের সংঘর্ষে আহত ৩০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ডুলাফকির মাজার এলাকায় সৌদিয়া ও এস আলম পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ডুলহাজারা মালুমঘাট খ্রিস্টান হাসপাতালসহ চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রোববার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি। ইসলামপুর ভিলেজারপাড়া সমাজ সর্দার আমান উল্লা­হসহ প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাসটি (চট্টমেট্রো-১১-০৩১৪) দুর্ঘটনা স্থলে একটি টমটমকে রক্ষা করার চেষ্টা চালিয়ে নিজ সাইড থেকে অপর সাইডে চলে যায়। এসময় কক্সবাজারগামী এস আলম পরিবহনের বাসটির (চট্টমেট্রো-১১-০৮৭৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ধাক্কায় বাস দুটির ভেতরে থাকা কমপক্ষে ৩০ জন আহত হন। সবচেয়ে বেশি আহত হয়েছেন দুই বাসের চালক। তারা দুমড়ানো সিটের সঙ্গে আটকে গিয়ে পায়ে মারাত্মক জখম হয়েছেন। স্থানীয়রা অনেক চেষ্টা করে দুই চালকসহ আহত যাত্রীদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিনহাজ ভুইয়া তথ্যের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি রাস্তার উপর আটকে যাওয়ায় সড়কের দু’পাশে যান চলাচল আটকে যায়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল মজিদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি সরাতে কাজ করছে।সায়ীদ আলমগীর/এমজেড/পিআর