লক্ষ্মীপুর সদর উপজেলার পুকুরদিয়া বাজারে অগ্নিকাণ্ডে কুশাখালী ইউনিয়ন ডাকঘরসহ আটটি দোকান ঘর পুড়ে গেছে। এতে ডাকঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় কাগজপত্র পুড়ে যায়।
সংশ্লিষ্টদের দাবি, আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরিদিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার সময় পুকুরদিয়া বাজারে হঠাৎ আগুন লাগে। প্রথমে ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কুশাখালী ইউনিয়ন ডাকঘর ছাড়াও মুদি দোকান, ফার্মেসি ও মোবাইল সার্ভিসিং দোকানসহ আটটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে যায়।
পুকুরদিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, আগুনে ডাকঘর ও আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন।
কাজল কায়েস/এএম/এমএস