দেশজুড়ে

আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ আটক

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ২টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আটকদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি