দেশজুড়ে

গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলানোর অভিযোগ

সিরাজগঞ্জে নার্গিস বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খোদ্দ শিয়ালকোল গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নার্গিস বেগম ওই গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পূর্ব মথুরাপুর গ্রামের লাল চাঁনের মেয়ে।

নিহতের মামা শাহিন হোসেন অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে নার্গিসকে হত্যা করা হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচারণা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি নার্গিসের মরদেহ ঘরের মেঝেতে শুইয়ে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর