গণঐক্যের সভাপতি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি-না সন্দেহ রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ জেলা হিসেবে কক্সবাজারের তিনটি আসনে আমরা প্রার্থী দিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে নিজেকে পোলিং এজেন্ট হিসেবে দাঁড় করাতে হবে।
শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মী ও দলের বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ইসলামের নির্দেশনা মতো মানুষকে সঠিক পথে চলতে সহযোগিতা করার লক্ষ্যে ‘গণঐক্য’ গড়েছি। ওহুদের যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। ঐক্যবদ্ধভাবে এ যুদ্ধে জয়ী হবো আমরা।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা আচরণবিধি লংঘন করছেন, যা কোনো মতেই কাম্য নয়। আগামী নির্বাচনে যে যার অবস্থান থেকে পোলিং এজেন্টের ভূমিকা রাখবো। কোনো ভোট কারচুপি, অন্যায় হতে দিব না। উপরে আল্লাহ নিচে আমাদের দেশ। দেশের মাটির পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদের। আগামী ৩০টা দিন আমাদের মাঠে থাকতে হবে। আমাদের কোনো প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের কঠিন জবাব দেয়া হবে। ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না।
মতবিনিময় সভায় ববি হাজ্জাজ কক্সবাজারের তিনটি আসনে দেশের প্রাচীন রাজনৈতিক দল মুসলিম লীগের সমন্বয়ে গঠিত ‘গণঐক্যের’ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম লীগ ও গণঐক্যের মহাসচিব আবুল খায়ের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের দফতর সম্পাদক ও যুব আন্দোলনের সভাপতি লায়ন নুরুজ্জামান হিরা। স্বাগত বক্তব্য দেন কক্সবাজার জেলা শাখার সভাপতি মাস্টার সেলিম উদ্দিন।
উপস্থিত ছিলেন গণঐক্যের প্রার্থী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) মোহাম্মদ ফয়সাল, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) মাওলানা শহীদুল্লাহ ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য শাহাদত হোসাইনের পরিচালনায় সভায় বিভিন্ন উপজেলা প্রতিনিধিরাও বক্তব্য দেন। তারা আগামী নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্র পাহারা দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর