দুই পরিবারের ঝগড়ার জেরে সিরাজগঞ্জে আমিনা খাতুন নামে ১১ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রাম থেকে মোবারক আলী (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৬) গ্রেফতার করে পুলিশ। নিহত আমিনা একই গ্রামের রাশেদ আলীর মেয়ে।
শিশুটির মা রোকেয়া বলেন, শুক্রবার ছাগলের গাছ খাওয়া নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় কোলে থাকা শিশু আমিনার পিঠে চড় মারে জাহাঙ্গীর। এরপর থেকেই আমিনা অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার রাতে আমিনা মারা যায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মোকাররম হোসেন বলেন, খবর পেয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর ও তার বাবা মোবারক আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এসআই মোকারম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস