দেশজুড়ে

জাপার আবু সালেককে মহাজোটের প্রার্থী করার দাবি

পঞ্চগড়-১ আসনে জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক আবু সালেককে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছে নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের রওশনাবাগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

জেলা জাতীয় পার্টি সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বোদা উপজেলা আহ্বায়ক ও পঞ্চগড়-২ আসনে জাপা মনোনীত প্রার্থী লুৎফর রহমান রিপন, জেলা সহ-সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা সভাপতি মোখলেছার রহমান, জেলা দফতর সম্পাদক মতিয়ার রহমান, তেঁতুলিয়া উপজেলা সাধারণ সম্পাদক হায়দার আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পূর্ণ সমর্থনে আওয়ামী লীগের প্রার্থী মজাহারুল হক প্রধান বিপুল ভোটের ব্যবধানে বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে পরাজিত করেন। এরপর ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী আবু সালেককে মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু স্থানীয় আওয়ামী লীগের অসহযোগিতার কারণে জাসদ প্রার্থী নাজমুল হক প্রধানের মশাল প্রতীকের কাছে লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সালেক অল্প ভোটের ব্যবধানে হেরে যান।

এই আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু সালেক দীর্ঘদিন থেকে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। কিন্তু অজ্ঞাত কারণে এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু সালেক বলেন, এখনো সময় আছে। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমাকে মহাজোটের মনোনয়ন দেয়া না হলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আমাকে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হলে সকল গ্রুপকে ম্যানেজ করে এই আসনটি মহাজোট নেত্রীকে উপহার দেয়া সম্ভব হবে। সফিকুল আলম/আরএআর/এমএস