চলতি মৌসুমে ঝিনাইদহ সরকরি খাদ্য গুদামে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তাসহ মিলাররা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, এ বছর জেলার ছয়টি উপজেলার ৪৪৫ জন মিল মালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৯ হাজার ৩৮৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।
আরএআর/এমকেএইচ