রেলওয়ের পাকশী বিভাগের আওতায় ছয়টি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৫৮০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদায়কৃত অর্থের পরিমাণ দুই লাখ ২৩ হাজার টাকা।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রুটের ঢাকাগামী যাত্রীবাহী ছয়টি ট্রেনে এ অভিযান চালানো হয়।
পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। বিনা টিকিটে কোনো যাত্রী ট্রেন ভ্রমণ করলে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ আল মামুন জানান, ঈশ্বরদী রেলওয়ে বাইপাস স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বিভিন্ন রুটের যাত্রীবাহী ট্রেনগুলোতে এই অভিযান চালানো হয়। ট্রেনগুলো হলো- সিল্কসিটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, দ্রুতযান এক্সপেস ও চিত্রা এক্সপ্রেস।
ভ্রাম্যমাণ আদালতে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিআই) সাজেদুল ইসলাম বাবু, সিনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গৌরচন্দ্র সিং, মেহেদী হাসান, বরকতউল্লাহ আলামিন প্রমুখ।
পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন মিডিয়াকে জানান, ঢাকাগামী ছয়টি ট্রেনের ৫৮০ যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করা হয়েছে এক লাখ ৫৩ হাজার টাকা এবং জরিমানা বাবদ ৭০ হাজার টাকা মিলিয়ে মোট আদায় দুই লাখ ২৩ হাজার টাকা।
এছাড়াও রাজশাহী স্টেশনে ব্লক চেকিং করে ৩৫০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে ৯০ হাজার টাকা।
আলাউদ্দিন আহমেদ/বিএ/এমএস