গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো দুই স্কুল শিক্ষার্থীর বাল্য বিয়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর ও দিঘুয়া গ্রামে এ বাল্যবিয়ে দুটি বন্ধ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধনপুর গ্রামের মো. শহিদুল্লাহ ও দিঘুয়া গ্রামের তরব আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় বিয়ে বাড়ির গেইট ও প্যান্ডেল ভেঙে দেয় পুলিশ। এভাবেই শহিদুল্লার মেয়ে শাহনাজ আক্তার ও তরব আলীর মেয়ে লিজা আক্তারের বিয়ের পূর্ব মুহূর্তে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় দুটি বাল্যবিয়ে। আর রক্ষা পায় অপ্রাপ্ত বয়স্ক দুই স্কুল শিক্ষার্থী। পরে দুই পরিবারের অভিভাবক প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেননা বলে প্রশাসনের কাছে মুচলেকা দেন। শাহনাজ উপজেলার সাওরাইদ দাখিল মাদ্রাসার নবম শ্রেণি ও লিজা সাওরাইদ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম শেখ ও মো. রফিজ উদ্দিন। আব্দুর রহমান আরমান/এমজেড/এমএস