দেশজুড়ে

শক্তিমান চাকমার হত্যাকারী কালিশংকর আটক

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যার সঙ্গে জড়িত কালিশংকর চাকমাকে (৩০) আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার সন্ধ্যায় একটি অটোরিকশায় রাঙামাটি থেকে হাটহাজারী যাওয়ার পথে ইছাপুর এলাকায় র‌্যাবের একটি নিয়মিত টহল দল তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শক্তিমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। এ সময় কালিশংকর চাকমার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) সহ-সভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে নিজ কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।

নিহতের স্বজন ও সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে আসছে। এই হত্যাকাণ্ডের পরদিন ৪ মে শক্তিমানের শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার পথে ব্রাশ ফায়ারে ৫ সহযোদ্ধাসহ হামলায় নিহত হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর প্রধান তপনজ্যোতি চাকমা বর্মা।

সাইফুল উদ্দীন,রাঙামাটি/এমআরএম